অক্টোবরে মুক্তি পাচ্ছে ‘মেরি কম’
বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভারতের অলিম্পিকজয়ী বক্সিংতারকা মেরি কমের জীবনী নিয়ে প্রিয়াংকা চোপড়া অভিনীত বায়োপিক ‘মেরি কম’ মুক্তি পাবে ২ অক্টোবর।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের এক প্রতিবেদনে, এই বায়োপিকের মুক্তির তারিখ ঘোষণার বিষয়ে জানা যায়। ২ অক্টোবর ভারতে পালিত হবে গান্ধি জয়ন্তী। আর ওই দিনই মুক্তি পাবে ‘মেরি কম’ সিনেমাটি।
সঞ্জয় লীলা বনসালি প্রযোজিত সিনেমাটির মুক্তি তারিখ ২ অক্টোবর বলে বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ভিয়াকম এইটিন মোশন পিকচার্স। উমাঙ্গ কুমারের পরিচালনায় মেরি কমের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াংকা।
বলিউডি সিনেমায় বায়োপিক বরাবরই সমাদৃত। কিছুদিন আগেই মিলখা সিংয়ের জীবনী নিয়ে ফারহান আক্তার অভিনীত ‘ভাগ মিলখা ভাগ’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি আলোড়ন সৃষ্টি করেছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতেও।
আর এবার পাঁচবার অলিম্পিক জয়ী মেরি কমের বায়োপিকে অভিনয় করেছেন প্রিয়াংকা। গ্ল্যামারাস এবং স্টাইলিশ লুক ছেড়ে নিজেকে মেরি কমের চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে প্রিয়াংকাকে।
তার আকর্ষণীয় ফিগারকে পাকা বক্সিংতারকার শারীরিক গঠনের সঙ্গে মানিয়ে নিতে প্রশিক্ষণও নিতে হয়েছে। এক্ষেত্রে তাকে সাহায্য করেছেন শরীরচর্চাবিদ সামির জোহাল।
সিনেমাটিতে মেরি কমের জীবনের শুরুর ঘটনা এবং তার বক্সিং তারকা হয়ে ওঠার কাহিনি তুলে ধরা হয়েছে। অলিম্পিকজয়ী ওই তারকাকে অনেক পরিশ্রম এবং চড়াইউতরাই পার করতে হয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আর প্রিয়াংকাকে এ বিষয়গুলো আরও বেশি আকর্ষণ করেছে।
এর আগে এক বিবৃতিতে প্রিয়াংকা বলেছিলেন, “মেরি কমের জীবনের গল্পের সঙ্গে আমার অনেক মিল আছে। বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক কষ্ট করতে হয়েছে। একা একা অনেক কেঁদেছি আমি। আসলে এটি প্রতিটি মেয়ের গল্প। যারা নিজেদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন।”
মেরি কমের জন্ম ভারতের মনিপুরে আদিবাসী সম্প্রদায়ে। তার বাবা ছিলেন ভূমিহারা কৃষক। দারিদ্রের মধ্যেও নিজেকে বক্সার হিসেবে গড়ে তুলেছেন তিনি। জয় করেছেন পাঁচটি অলিম্পিক মেডেল।
‘মেরি কম’ সিনেমা ছাড়াও প্রিয়াংকার হাতে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমা। জানা গেছে সঞ্জয় লীলা বনসালির ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় মারাঠা নেতা বাজিরাও-এর স্ত্রী কাশিবাইয়ের চরিত্রে অভিনয় করবেন প্রিয়াংকা।