কারামুক্ত মির্জা আব্বাস

mirza abbas mirja মির্জা আব্বাসরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নাশকতার চারটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ১৯ দিন পর কারাগার থেকে বেরিয়ে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আবব্বাস।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাওয়ার পর দলের শতাধিক নেতা-কর্মী ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

ঢাকার কারাধ্যক্ষ মাহবুব আলী বলেন, “উচ্চ আদালত থেকে জামিনের কাগজপত্র আসার পর মির্জা আব্বাস সাহেবকে মুক্তি দেয়া হয়েছে।”

গত ১৬ মার্চ ঢাকার আদালতে আত্মসমর্পণের পর মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছিল আদালত।

সেদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অর্থ সম্পাদক আবদুস সালামকেও কারাগারে পাঠানো হয়।

গত ১৬ মার্চ ঢাকার আদালতে মির্জা আব্বাস। ওই দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ হয়।

ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাসের বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ চারটি মামলা রয়েছে। সবগুলোতে হাই কোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন তিনি।

দশম সংসদ নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে বিএনপি জোটের হরতাল-অবরোধে নাশকতার চারটি মামলায় মির্জা আব্বাসকে আসামি করা হয়।

এগুলো হল ২৪ ডিসেম্বর গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে বাংলা মোটরে পুলিশ হত্যা, ২৮ নভেম্বর শাহবাগে, ৩০ নভেম্বর মালিবাগে এবং ৩ জানুয়ারি পরীবাগে বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যার মামলা।

এর মধ্যে তিনটি মামলায় গত ২০ জানুয়ারি মির্জা আব্বাস, মির্জা ফখরুল ও সালাম হাই কোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান।

পরে রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ বিএনপি নেতাদের জামিন বাতিল করে।

এরপর গত ১৬ মার্চ বিচারিক আদালতে হাজির হলে তাদের কারাগারে পাঠানো হয়।

বিএনপি অভিযোগ করে আসছে, সরকারবিরোধী আন্দোলন ঠেকাতে তাদের নেতাদের কারাগারে পাঠানো হচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ