৩ হাজার কোটি টাকা কর ফাঁকি দিচ্ছে মোবাইল কোম্পানিগুলো
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশের মোবাইল কোম্পানিগুলো সিম রিপ্লেসমেন্টের নামে প্রতিবছর তিন হাজার কোটি টাকার কর ফাঁকি দিচ্ছে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
শনিবার বেলা ১১টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে একশন এইড আয়োজিত ‘আনভেলিং টেক্স টেকলাইন প্রপার্টি : সাম পলিসি কনডাইরেশ’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দেশের বড় কোম্পানিগুলো প্রতিবছর ২০-২৫ হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে।’
এসময় ব্রিটিশ টোবাকোর কর ফাঁকির বিষয়ে তিনি বলেন, ‘ব্রিটিশ টোবাকোর বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার কর ফাঁকির কথা তো সবাই জানে।’
সেমিনারে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমেদ, একশন এইডের পলিসি প্রোগ্রাম পরিচালক আজগর আলী সাব্বির প্রমুখ।