অবৈধ ভারপ্রাপ্ত সিইসির পদ: রফিকুল ইসলাম

Rafiqul Islam রফিকুল ইসলামসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ‘ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে মোবারক যে দাবি করছেন তা আইনের চোখে অবৈধ। সংবিধানের কোথাও ভারপ্রাপ্ত নির্বাচন কমিশিনার বলে কোনো কিছু লেখা নিই।’

শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র, নির্বাচন ও নির্বাচন কমিশন এবং বর্তমান প্রেক্ষাপট’শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ। প্রধান নির্বাচন কমিশনার ছুটিতে গিয়ে আরেক জনের ওপর ‘ভারপ্রাপ্ত’র দায়িত্ব দিয়ে মূলত আইনের লঙ্ঘন করেছেন। আর দায়িত্ব নিয়ে মোবারকও ‘অবৈধ’ কাজ করেছেন।’

এজন্য তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ‘ইমপিচমেন্ট’করার দাবি জানান বিএনপির এই নেতা।

ভারতকে বিদ্যুৎ করিডোর দেওয়ার সামালোচনা রফিকুল ইসলাম বলেন, ‘দেশের স্বার্থ না দেখে ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থে বিদ্যুৎ করিডোর দেওয়া হচ্ছে। তাদের চিন্তা একটাই, দেশ গোল্লায় যাক, আমাদের পকেট ভরলেই হবে।’

এ সময় কুইকরেন্টালেরও সমালোচনা করেন বিএনপির এ নেতা।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ অবস্থায় সকল শ্রেনীর মানুষ ঐকবদ্ধ হয়ে একই প্লাটফর্মে আন্দোলন করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে দেশ রক্ষা হবে না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আ.ফ.ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমদ, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ