ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর হার ৯৮ শতাংশে উন্নীত: স্বাস্থ্যমন্ত্রী

Mohammod Nasim মোহাম্মদ নাসিমরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর হার ৯৮ শতাংশে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

শনিবার রাজধানীর মহাখালীর নিপসম মিলনায়তনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৪ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ ক্যাপসুল খাওয়ানোর ফলে ভিটামিন ‘এ’-এর অভাবজনিত রাতকানা রোগের হার শতকরা এক ভাগের নিচে নেমে এসেছে। একইসঙ্গে জন্মের পর শিশুকে মায়ের দুধ খাওয়ানোর প্রচার কার্যক্রমের ফলে মায়ের দুধ খাওয়ানোর হার বেড়েছে, যা বর্তমানে প্রায় ৬৪ শতাংশে উন্নীত হয়েছে। বর্তমানে অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমেছে। এ কারণেই শেখ হাসিনা সাউথ সাউথ পুরস্কার পেয়েছেন।’

তিনি বলেন, ‘সরকারের দায়িত্ব দেশের মানুষের কাছে সঠিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া। এতে দেশের শিশু মৃত্যুর হার কমবে এবং মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে ওঠবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক চেষ্টার কারণে দেশে শিশুমৃত্যুর হার কমেছে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘৬-১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। একইসঙ্গে শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি শিশুকে ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে। শুধু ভিটামিন খাওয়ালেই হবে না ভিটামিন যুক্ত ফলও খাওয়াতে হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড. তুসারা আ. ফার্নান্দো, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সচিব এম এ নিয়াজউদ্দিন প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ