আত্মা পঁচে গেছে বর্তমান সংসদের

le jenarel mahbubur rohman লে.জেনারেল মাহবুবুর রহমানসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘এই সরকারের কোনো ভিত নেই। গণতন্ত্র হুমকীর মুখে। সংসদের আত্মা পঁচে গেছে। কারণ সংসদে যারা কর্মকাণ্ড চালাচ্ছেন তারা তো কেউ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেননি। তারা ভোট রিডিং করে জোর করে নির্বাচিত হয়ে এসেছেন।’

বর্তমান সংসদ তাসের ঘরের মতো যে কোনো সময়ে ধসে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টিতে  (কাজী জাফর)  যোগদান অনুষ্ঠান ও সুধী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

মাহবুবুর রহমান বলেন, ‘সরকার ও বিরোধী দল এখন একাকার হয়ে গেছে। এখানে বিরোধী দল বলে কিছু নেই। এই সংসদ ও সরকার অকার্যকর হয়ে গেছে।’

সরকার নতজানু পরাষ্ট্রনীতি অনুসরণ করে ভারতকে শুধু দিতেই আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আবার শুনছি বিদ্যুতের করিডোর দেওয়া হচ্ছে। এখানে আমাদের হিসাব নিকাশ কি? তা বলা হচ্ছে না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এরশাদ জীবনের শেষ ভুলটি করেছেন হাসিনার সঙ্গে একত্রিত হয়ে। তিনি আর কখনও জাতীয় পার্টিকে সংগঠিত করতে পারবেন না। তাকে ভুল পথে নিয়ে গেছে এক শ্রেণীর পদ লোভী, অর্থ লোভীরা। এই লোভীরা এরশাদকে টেনে হাসিনার সঙ্গে একত্রিত করেছে।’

তিনি বলেন, ‘এরশাদের রাজনীতি এখন শেষ হয়ে গেছে। আগামীতে জাতীয় পার্টি একটাই থাকবে রাজনীতির কারণে। এ্ই জাতীয় পার্টির ধারাটি হবে কাজী জাফরের নেতৃত্বে।’

জাতীয় পার্টি (এরশাদ) থেকে জাতীয় পার্টি (জাফর) যোগ দিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও  হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি মো. আতিকুর রহমান, জেপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব বদরুদ্দোজা আহমদ সুজা, চট্টগ্রাম  সিটি করপোরশনের সাবেক ডেপুটি মেয়র মো. আবু নাসের চৌধুরী।

ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমদ, বিএনপির নিবার্হী কমিটির কল্যাণ সম্পাদক মেহেদী আজাদ রুমী, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ