জনগণ থুথু বাবা বলে চেনে এরশাদকে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদকে জাতীয় বেঈমান, বিশ্বাসঘাতক ও বিশ্ব বেহায়া দাবি করে জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেছেন, ‘দেশের জনগণ তাকে (এরশাদ) থুথু বাবা বলে চেনে। তার বিরুদ্ধে থুথু ও ঝাড়ু মিছিল হয়েছে তার নীতির কারণে।’
শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টিতে (কাজী জাফর) যোগদান অনুষ্ঠান ও সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
কাজী জাফর বলেন, ‘এরশাদ অতল গহ্বরে হারিয়ে গেছে। তাকে বেগম খালেদা জিয়া ও আমাদের আর কখনও প্রয়োজন পড়বে না।’
তিনি বলেন, ‘ভারতের নির্বাচনে আমাদের দেশের গুনগত পরির্বতন না হলেও এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। ভারতের সঙ্গে কোনো প্রতিবেশী দেশের সুসর্ম্পক নেই। কারণ তারা এখনও অখণ্ড ভারতে বিশ্বাস করে। আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদ নীতির কারণে ভারত সিকিমকে দখল করে নিয়েছে।’
দেশের রাজনীতি প্রসঙ্গে কাজী জাফর বলেন, ‘দেশে ভয়াবহ রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। এর একটা ইতিবাচক ও নেতিবাচক অবস্থান রয়েছে। আমরাও এখন ফ্যাসিবাদের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে লড়াই করছি।’
তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রশ্রয়দাতা, পরার্মশদাতা ও দোসর হচ্ছে ভারত। তারা দেশকে গ্রাস করছে। মুক্তিযুদ্ধে ভারত কোনো নীতিগত কারণে সহযোগিতা করেনি। তারা তাদের স্বার্থে করেছে। এখন তাদের আসল চেহারা ধরা পড়ছে।’
ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল-নোমান, দলের নিবার্হী কমিটির কল্যাণ সম্পাদক মেহেদী আজাদ রুমী, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।