দক্ষিণ কোরীয় সেনাবাহিনী সতর্ক অবস্থায়

imzazsages

কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া দেশটির সেনাবাহিনীকে সতর্ক থাকার নিদের্শ দিয়েছে।

এদিকে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষার সব ধরণের প্রস্তুতি শেষ করেছে। সপ্তাহের যেকোনো দিন এই পরীক্ষা চালানো হতে পারে।

এই লক্ষ্যে উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে স্কোয়াড এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ করেছে।

আগামী ১৫ এপ্রিল দেশটির জন্মদিনে এই পরীক্ষা চালানো হতে পারে বলে জানা গেছে। দেশটি একটি ঐতিহাসিক দিনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে তাদের সামরিক সামর্থ্য সম্পর্কে বিশ্বকে জানান দিতে চায়।

ওবামা প্রশাসনের এক কর্মকর্তা জানান, ‘উত্তর কোরিয়া পূর্ব উপকূলীয় এলাকায় উৎক্ষেপণের জন্য দুটি ক্ষেপণাস্ত্র মজুদ রেখেছে বলে আমরা জানতে পেরেছি।’

এদিকে, জাতিসংঘের মহাসচিব বান কি মুন কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, ‘কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধিতে আমি উদ্বিগ্ন এবং একইসঙ্গে চিন্তিত।’

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘কোরীয় উপদ্বীপে যে কোনো ধরনের ছোটখাটো উস্কানিও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে পারে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ