৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

Bangladesh Tripura বাংলাদেশ ত্রিপুরাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভারতের ত্রিপুরা রাজ্যে পিটিয়ে তিন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। শনিবার রাতে ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের গৌরনগর এলাকায় এ হত্যকাণ্ড ঘটে।

চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপটার হাওর এলাকার সুন্দর আলীর ছেলে সিদ্দিক আলী (৫৫), একই ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের খুর্শেদ আলীর ছেলে আনোয়ার মিয়া (২৫) ও ওসমানপুর গ্রামের মফিজ উল্লার ছেলে ওমর আলী (৩০)।

সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, ওইদিন রাতে নিহতরা হবিগঞ্জের বাল্লা সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেন। তারা ওই রাজ্যের খোয়াই শহরের গৌরনগর মজুমদার বাড়ি থেকে গরু নিয়ে আসছিলেন। এ সময় পিটুনিতে তারা নিহত হন।

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম মোল্লা জানান, অবৈধভাবে ভারত থেকে গরু আনার সময় সেদেশের জনগণের পিটুনিতে তারা মারা গেছেন।

এ ব্যাপারে বাল্লা বিওপির কোম্পানি কমান্ডার আবু জাফর জানান, রাত সাড়ে তিনটার দিকে ত্রিপুরা রাজ্যের খোয়াই শহর থেকে গরু নিয়ে ফেরার সময় পিটুনিতে ওই তিন বাংলাদেশি নিহত হয়েছেন বলে শুনেছেন তিনি। তাদের লাশ এখনও সেদেশের জনগণের হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে বিস্তারিত জানতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ