মুফতি ইজহারের বিচার শুরু

mufti ejharul islam মুফতি ইজহারুল ইসলামরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তার ছেলে হারুন ইজাহারসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় এ অভিযোগ গঠন করা হয়। এর মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো।

রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালত এ অভিযোগ গঠন করেন। এই ৯ জনের মধ্যে মুফতি ইজাহার পলাতক। তবে বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন, আবদুল হাই ওরফে সালমান, হাবিবুর রহমান, মোহাম্মদ ইছহাক, মনির হোসেন, আবদুল মান্নান, তফসির আহমেদ ও মোহাম্মদ জুনায়েদ। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩ ও ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আদালতের সরকারি কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ বলেন, মুফতি ইজাহারসহ ৯ আসামির বিরুদ্ধে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় অভিযোগ পড়ে শোনানো হয়।

আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে এ মামলায় তাদের জড়ানো হয়েছে।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত নয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২৮ এপ্রিল সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ