৭টা ৪০ মিনিটে শুরু হচ্ছে টি২০ ফাইনাল
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আবহাওয়ার পূর্বাভাস বেশিরভাগ সময়ই মিলে না বাংলাদেশে। অথচ মিলে গেল ভারত-শ্রীলঙ্কার ফাইনালে। বিশ্ব টি-টোয়েন্টির ফাইনাল মাঠে গড়ানোর আগে হাল্কা বৃষ্টিতে বিলম্ব হচ্ছে টসের।
বৃষ্টি থেমে যাওয়ায় মাঠকর্মীরাও প্রাণপণ চেষ্টা করছেন ঠিক সময়েই ম্যাচটি শুরু করার। সেটা অবশ্য হয়নি। বৃষ্টিতে ৪০ মিনিট পিছিয়ে গেল ফাইনাল। ম্যাচ মাঠে গড়াবে ৭টা ৪০ মিনিটে। খেলা হবে পুরো ২০ ওভার। আর টস হবে ৭টা ১০ মিনিটে।
এমনিতে টি-টোয়েন্টিতে দুই ইনিংসে ৫ ওভার করে খেলা হলেও ম্যাচ পরিত্যাক্ত হয় না। তা ছাড়া আগামীকাল রিজার্ভ ডেও রাখা হয়েছে ম্যাচটির। তবে সব শংকা উড়িয়ে খেলা শেষ পর্যন্ত মাঠেই গড়াতে চলেছে।
এর আগে ২০০২ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে এই ভারত-শ্রীলঙ্কাই যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল বৃষ্টির কবলে ম্যাচ পরিত্যাক্ত হওয়ায়। মিরপুরে তেমন কিছু হলো না।