উদ্বৃত্ত গণকর্মচারী আত্তীকরণ আইনের খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ উদ্বৃত্ত গণকর্মচারী আত্তীকরণ আইন ২০১৪’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। ভেটিং সাপেক্ষে অনুমোদন দেওয়া এই আইনটি এখন সংসদে উপস্থাপন কররা হবে।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক শেষে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় শুরু হওয়া মন্ত্রীসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, উদ্বৃত্ত গণকর্মচারী আত্তীকরণ আইনটি আগে ইংরেজিতে ছিল। এখন এটি সম্পূর্ন বাংলাতে করা হবে।
এছাড়া মন্ত্রীসভায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহন সম্পর্কে মন্ত্রীসভাকে অবহিত করা হয়।