মৃত্যুমুখ থেকে ফিরল রোনালদো ভক্ত

ronaldo davidস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পোল্যান্ডের ডেভিড ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ভক্ত৷ মৃত্যুমুখ থেকে ফেরা এই ভক্ত রোনালদোর ভালবাসায় আবেগ আপ্লুত৷ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম  সাক্ষাতে বার্নাব্যুতে ডেভিডকে খেলা দেখার টিকিট দেওয়া হয়৷ তাঁকে বিশেষ অতিথির মর্যাদা দেওয়া হয়৷

কে এই ডেভিড? কেনই বা তাঁকে এই মর্যাদা দেওয়া হল? ডেভিড আসলে রিয়াল মাদ্রিদের বড় ভক্ত৷ ১৪ বছর বয়সী রিয়াল ভক্ত গতবছরের আগস্ট মাসে গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হয়৷ তিন মাস মতো তাকে কোমায় থাকতে হয়৷ ছেলে রিয়াল ভক্ত বলে, ডেভিডের বেডে রিয়ালের পতাকা বিছিয়ে দেন তার মা-বাবা৷ রিয়ালের খেলার ধারাবিবরণী শোনার জন্য হেডফোনও দেয়৷ ১৯ নভেম্বর ডেভিড চোখ মেলে তাকায়৷ যখন সে চোখ মেলে তাকায়, সেই মুহূর্তেই রোনালদো গোল করেন৷ সেই ম্যাচটি জিতেই রোনালদোর পর্তুগাল ব্রাজিল বিশ্বকাপের ছাড়পত্র পায়৷ সুইডেনকে একাই হারিয়েছিলেন রোনালদো৷ হ্যাটট্রিক করেছিলেন ‘সিআর ৭’৷ এর মাস খানেক বাদে সুস্থ হয়ে বাড়ি ফেরে ডেভিড৷

পোলিশ সংবাদপত্রের সৌজন্যে খবরটি সর্বত্র ছড়িয়ে পড়ে৷ এই খবর পৌঁছায় রোনালদোর কানেও৷ খবরটা শোনার পর রোনালদোকে তা এতটাই নাড়া দেয় যে বসে থাকতে পারেনিন পর্তুগিজ মহাতারকা৷ রিয়াল-বরুসিয়া ম্যাচ দেখার সুযোগ করে দেন ডেভিডকে৷ ম্যাচের শেষে ডেভিডকে জড়িয়ে ধরেন রোনালদো৷

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ