সুপারস্টার মিকি রুনি আর নেই

Mikey Runiবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হলিউড স্বর্ণ যুগের অন্যতম সুপারস্টার মিকে রুনি আর নেই। বিখ্যাত এই চলচিত্রশিল্পী ৯৩ বছর বয়সে রোববার রাতে মারা যান। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

শিশুশিল্পী হিসেবে ত্রিশের দশকে খ্যাতিমান এই তারকার কেরিয়ার শুরু হয়। তিনি তার ডান্স পারমরমেন্স ও গানের জন্য দ্রুত আলোচনায় চলে আসেন। রুনি ও কো-স্টার যুদি গারল্যান্ড ‘হে কিডস লেটস পুট অন এ শো’ গান গেয়ে ও নেচে দর্শক মাতিয়ে তোলেন।উদ্দাম ছন্দের গান ‘গার্ল ক্রেজি’ ও ‘বেবস ইস আর্ম’ ব্যাপক সাড়া জাগিয়ে তোলে।

১৯৩০ সালে ছোট্ট শহরের কিশোর এন্ডি হার্ডি–চরিত্রে তার অসাধারণ অভিনয় তাকে পৃথিবীর বিখ্যাত চলচ্চিত্র অভিনেতায় পরিণত করে। ড্রামা কমেডি ও ডান্সে তিনি সমান দক্ষতা অর্জন করেন। তিনি তার অভিনয়ের জন্য একাডেমি পুরস্কারের জন্য মনোনিত হন দুটি বিশেষ অস্কার পুরস্কার লাভ করেন। টেলিভিশন নাটক ও কমেডি শোতে তিনি নিয়মিত অভিনয় করেন।

অভিনয় জীবনের মতো তার ব্যক্তিগত জীবনও ছিল অত্যন্ত বর্ণাঢ্য। তিনি ৮ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৬০ সালে অনিয়ম ট্যাকস না দেয়ায় অভিযুক্ত হন ও ঋণ খেলাপি ঘোষিত হন।কিন্তু কোন অবস্থাতেই অভিনয় বন্ধ করেন নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ