স্থানীয় সরকারকে শক্তিশালি করতে প্রধানমন্ত্রী’র তাগিদ

pm sheikh shekh hasina শেখ হাসিনাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালি করতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি ক্ষমতার বিকেন্দ্রিকরণে সকল কার্যক্রম জোরদার করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বিদ্যুতের সঠিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করেছেন।
উৎপাদান, সঞ্চালন ও বিতরনের সোমবার সচিবালয় মন্ত্রিসভার সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রায় ৩ ঘন্টা ৪৫ মিনিটের এই বৈঠকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও ৬১ জন সচিব অংশ নেন। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে ২৩ জন সচিব গুরুত্বপূর্ন পরামর্শ দেন।
বৈঠক শেষে বিকেলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রী সচিবদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালি করতে হবে। একই সঙ্গে স্থানীয় সরকারের ক্ষমতার বিকেন্দ্রিকরণ করতে হবে। সকল কার্যক্রম জোরদার করতে নির্দেশ দিয়েছেন।
শেখ হাসিনা বলেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাঝে দায়িত্ব বন্টন করা না হলে সকল উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হবে।
বিদ্যুৎের সঠিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু বিদ্যুৎ উৎপাদন করলেই চলবে না। প্রয়োজন বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এর সঠিক সঞ্চালন ও বিতরন।
তিনি বলেন, বিদ্যুৎের বকেয়া বিল ও ট্যাক্্র আদায়ে কঠোর ও সমন্¦িত উদ্যোগ নিতে হবে। প্রধানমন্ত্রী গণশুনানী কার্যক্রম আরো জোরদারের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণশুনানী কার্যক্রমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সংশ্লিষ্ট করতে হবে। সকল পর্যায়ের মানুষের অভাব অভিযোগ শুনে ব্যবস্থা নিতে হবে।
শেখ হাসিনা বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ ও সচেতনতা সৃষ্টি করতে হবে। সরকারের নিয়ন্ত্রনাধীন প্রকল্পে তদারকি বাড়াতে নির্দেশ দেন তিনি।
এর আগে সকালে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এক ভিডিও কনফারেন্সে পার্বত্য শান্তি চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের কথা জানান।
এসময় বান্দরবান থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মো. নাসিম, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ সৈ সিং ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের সচিব এম এম নিয়াজ উদ্দিন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ