রসিকতা করলেন রাষ্ট্রপতি
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তনে যোগ দিয়ে উপস্থিত সকলকে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে হাসালেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তনে সভাপতিত্বকারী রাষ্ট্রপতি তার বক্তব্যের শুরুতেই বলেন, আচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সমাবর্তন অনুষ্ঠানে এটাই তার প্রথম যোগদান। এজন্য তিনি নিজেকে ধন্য মনে করছেন।
“আমরা এখানে যা পরে আছি (গাউন)…গরমে সবার অবস্থা বোঝা যায়। ঘামে ভিজে গেছি।”
এরপর রাষ্ট্রপতি বলেন, “আরেফিন সাহেব (ঢাবি উপাচার্য) যা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক আচার্য জিল্লুর রহমান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন থেকে যাওয়ার কিছুদিন পরে ইন্তেকাল করেছিলেন।
“এখান থেকে যাওয়ার পর আমার কী হবে, জানি না। বুঝতেই পারছেন আমার অবস্থা।”
এসময় উপস্থিত সবাই জোরে হেসে ওঠেন।
গত বছরের ২০ মার্চ মারা যান জিল্লুর রহমান। তার আগে ৪ মার্চ ঢাবির ৪৭তম সমাবর্তনে যোগ দিয়েছিলেন তিনি।
ঢাবির সমাবর্তন উপলক্ষে প্রকাশিত বইতে জিল্লুর রহমানের একটি ছবির ক্যাপশনে বলা হয়েছে, “৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তনে যোগ দেন জিল্লুর রহমান। মৃত্যুর আগে এটাই জনসমক্ষে তার শেষ উপস্থিতি।”