ধর্মঘটের চতুর্থ দিন রাবিতে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দের হত্যায় খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে চতুর্থ দিনের মতো ধর্মঘট পালন করছে ছাত্রলীগ। গত চারদিন ধরে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আনসার উদ্দীন বলেন, গত তিন দিনে বেশ কয়টি বিভাগের পরীক্ষা পেছাতে হয়েছে। আজও একটি বিভাগের পরীক্ষা ধর্মঘটের কারণে স্থগিত করা হয়েছে। একবার কোনো পরীক্ষা পেছালে নতুন করে সেই পরীক্ষার সময়সূচি দিতে অন্তত এক সপ্তাহ সময় লেগে যায় বলেও জানান তিনি।
ধর্মঘট সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতির নেতৃত্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় শিবির। অথচ এখন পর্যন্ত শিবির সভাপতিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই আমাদের দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে।