৩য় দিনের মতো চিকিৎসকদের ধর্মঘট চলছে রমেকে

RMC রংপুর মেডিক্যাল কলেজসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, রংপুরঃ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইণ্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ৩য় দিনের মতো অব্যাহত রয়েছে। চিকিৎসকদের অনির্দিষ্ট এ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা।

গত রোববার দুপুরে ডক্টর হোস্টেলে ঢুকে দুই ইণ্টার্ন ডাক্তারকে মারপিটের প্রতিবাদে ঐদিন সন্ধ্যা ৬ টা থেকে ধর্মঘটের ডাক দেয়া হয়।

ইণ্টার্ন ডক্টর এসোসিয়েশনের সভাপতি ডা. রিজু আহমেদ বিপ্লব জানান, ইন্টার্ন ডাক্তার আবু বক্কর সিদ্দিক  ও রেদওয়ানুল হক রিয়াদ মেডিকেল কলেজের পাশে ড. মিলন হোস্টেলের কক্ষে বসে দুপুর ১২টার দিকে কথা বলছিলেন। এসময় বহিরাগত কয়েকজন সন্ত্রাসী অস্ত্রসহ কক্ষে প্রবেশ করে তাদের মারপিট  করে এবং সবকিছু ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ইণ্টার্ন ডাক্তার এসোসিয়েশন জরুরি সভা করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সন্ধ্যা থেকে হাসপাতালে কর্মবিরতি শুরু করেন।

ইন্টার্ণ চিকিৎসক আশিকুর রহমান বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার ও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

ধর্মঘটের বিষয়ে কোতয়ালী থানা ওসি আব্দুল কাদের জিলানী বলেন, সন্ত্রাসীদের গ্রেফতারে আমারা প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ