মোশাররফের স্ত্রী অর্থ পাচারের অভিযোগ স্বীকার করলেন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি নেতা ও সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ স্বীকার করেছেন তার স্ত্রী।
মঙ্গলবার মোশাররফের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ পরিচালক মো. আহসান আলী।
এসময় তিনি বলেন, গত ৬ ফেব্রুয়ারি খন্দকার মোশাররফের বিরুদ্ধে রমনা মডেল থানায় দায়ের করা মানিলন্ডারিং মামলায় (মামলা নং-১৩) দুদকের তদন্ত পর্যায়ে তার স্ত্রী বিলকিস আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
এসময় তিনি লন্ডনে অর্থ পাচারের বিষয়টি স্বীকার করেছেন।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২ পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
দুদক সূত্র মতে, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী থাকাকালীন মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মূদ্র্রা গোপনে যুক্তরাজ্যে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা পাচার করেছেন।
মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১৩ এর ১৩ ধারা, ২০০৯ এর ৪ ধারায় তার বিরুদ্ধে এ মামলাটি করা হয়েছিল।