পুলিশ দম্পতি হত্যায় মামলা অভিযোগপত্র গ্রহণ

High-Court-sm20130120092335সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার তাদের মেয়ে ঐশী রহমানসহ চারজনকে আসামি করে দুটি অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এ অভিযোগপত্রটি গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করার নির্দেশ দেন।

এর আগে ৯ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবু আল খায়ের মাতুব্বর এই পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন।

একটি অভিযোগপত্রে ঐশীর সঙ্গে তার বন্ধু আসাদুজ্জান জনি ও মিজানুর রহমান রনিকে আসামি করা হয়েছে। অন্যদিকে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে গৃহকর্মী খাদিজা খাতুন সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোর আদালতে বিচারের সুপারিশ করে আলাদা অভিযোগপত্র।

এই মামলায় ৫৭ জনকে সাক্ষী করা হয়েছে। আর ৮টি জব্দ তালিকায় প্রায় ৮০ প্রকার আলামত জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১৬ আগস্ট শুক্রবার রাতে রাজধানীর চামেলীবাগের ‘চামেলী ম্যানশনে’র ছয় তলার বি-৫ নম্বর ফ্ল্যাটের তালা ভেঙে মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। ঐশীর কক্ষের বাথরুম থেকে চাদর দিয়ে প্যাঁচানো অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। দুজনের শরীরেই ছিল অনেকগুলো ছুরিকাঘাতের চিহ্ন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ