ডিসেম্বরের আগে সরকারী কর্মচারীদের নতুন বেতন কাঠামো হচ্ছে না
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আসন্ন বাজেটের আগে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো হচ্ছে না বলে জানিয়েছেন পে-কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। কমিশন এই বেতন কাঠামো পুনঃনির্ধারণে সরকারের কাছে আরো ৬ মাসের সময় চেয়েছে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে পে-কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের এসব কথা জানান। এর আগে মন্ত্রনালয়ে নিজ কক্ষে পে-কমিশনের কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক করেণ। আগামী জুন মাসের মধ্যে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো সুপারিশ করার কথা ছিল।
বৈঠক শেষে পে-কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন সাংবাদিকদের বলেন, আসন্ন বাজেটের আগে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো সুপারিশ করা সম্ভব হচ্ছে না। আমরা সরকারের কাছে আরো ৬ মাস সময় চেয়েছি। আমরা আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যে এই নতুন বেতন কাঠামো সুপারিশ করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো সুপারিশ করার লক্ষে বিশিষ্ট অর্থনীতিবীদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে চেয়ারম্যান করে ১৮ সদস্যের পে-কমিশন গঠন করে সরকার।