ফের সোনালী ব্যাংকের মামলা হলমার্কের বিরুদ্ধে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ফের হলমার্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হলমার্ক ডিজাইন ওয়ার লিমিটেড ও আইনিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করেছে সোনালী ব্যাংক। ৬০ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৪৪৭ টাকা ঋণ আদায়ের অভিযোগে এ মামলা করে ব্যাংকটি।
ঢাকার অর্থঋণ আদালত-১ এর বিচারক রবিউজ্জামানের আদালতে সোনালী ব্যাংকের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম মঙ্গলবার এ মামলা করেন। এ নিয়ে সোনালী ব্যাংক হলমার্কের ১২ কোম্পানির বিরুদ্ধে মামলা করলো।
মামলায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকেও বিবাদী করা হয়েছে।
টাকা আদায়ের জন্য সোনালী ব্যাংকের পক্ষে ডিক্রি দিতে আদালতের কাছে প্রত্যেকটি মামলায় আবেদন করা হয়েছে। এছাড়া কোম্পানির বন্ধকী সম্পত্তি বিক্রি করে সম্পূর্ণ টাকা আদায়ের ডিক্রির আবেদনও করেছে সোনালী ব্যাংক।
প্রসঙ্গত, হলমার্কের তানভীর গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।