দায়িত্ব নেয়ার আগেই কারাগারে উপজেলা চেয়ারম্যান

pirojpur পিরোজপুররিপোর্টার, এবিসি নিউজ বিডি, পিরোজপুরঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুুল ইসলাম খান কে কারাগারে পাঠিয়েছে আদালত।
নজরুল খানের আইনজীবী নাসির উদ্দিন খান বলেন গত ২৮ অক্টোবর নাজিরপুর থানায় হওয়া একটি মারামারি মামলায় (মামলা নং ১১১/১৩) মঙ্গলবার তিনি পিরোজপুর বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে আদালতের বিচারক সত্যব্রত শিকদার তার জামিন প্রার্থনা না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম খান কারাগারে থেকে উপজেলা নির্বাচনে অংশনিয়ে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আঃ মালেক বেপারীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
গত ২৭ ফেব্রুয়ারী নাজিরপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনের ৩ দিন আগে (২৪ফেব্রুয়ারী) পিরোজপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় পোড়ানো মামলায় পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক ছুমিয়া খানম তাকে কারাগারে পাঠায়। ৯ মার্চ সে জামিনে মুক্তিপান।
গত ২৫ মার্চ নাজিরপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহন করেন। নজরুল ইসলাম খানের ভাই ওয়াহিদুজ্জামান খান ঠান্ডু বলেন, দায়িত্ব নেয়ার আগেই আবার কারাগারে গেলেন নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এন পি নেতা নজরুল ইসলাম খান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ