বিকাশের ১০ লাখ টাকা ছিনতাই
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর মিরপুর ১০ নম্বরে রোকেয়া সরণির ব্র্যাক ব্যাংকের সামনে বিকাশের বিক্রয় প্রতিনিধি আবুল কালাম আজাদকে (৩০) গুলি করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।কবির হোসেন (২২) নামে পাশে থাকা এক প্রাইভেট কারচালকও এ সময় গুলিবিদ্ধ হন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আবুল কালাম আজাদ জানান, মিরপুর ১৪ নম্বরে তাদের (এইড ড্রিস্ট্রিবিউশন) অফিস। তিনি সারাদিন ঘুরে ১০ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে রোকেয়া সরণির ব্র্যাক ব্যাংক শাখায় রাখতে যাচ্ছিলেন। ব্র্যাক ব্যাংকের সামনে পৌঁছার সঙ্গে সঙ্গে আরেক মোটরসাইকেলযোগে দুই ছিনতাইকারী গুলি করে হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তার ডান পাজরে একটি গুলি বিদ্ধ হয়। এছাড়া তার দুই হাতেও গুলি লাগে।
এ সময় পাশে থাকা প্রাইভেটচালক কবির হোসেনের মুখের ডান পাশে একটি গুলি লাগে।
খবর পেয়ে এইড ডিস্ট্রিবিউশনের ম্যানেজার সাইফুর রহমান সোহেল ও প্রাইভেট কারের মালিক মুজিবুর রহমান তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসেন।
ঢামেকের ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক ফজলুল হক ঘটনার গণমাধ্যমকে জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।