রাজউকের চেয়ারম্যান হিসেবে জয়নাল আবেদিনের নিয়োগ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজউক চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জি এম জয়নাল আবেদীন ভূইয়া।
এই অতিরিক্ত সচিব অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) ছিলেন। পিআরএল বাতিল করে তাকে রাজউক চেয়ারম্যান পদে মঙ্গলবার নিয়োগ দেওয়া হয়।
জয়নাল আবেদীন রাজউকে (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) প্রকৌশলী নুরুল হুদার স্থলাভিষিক্ত হবেন।
আগামী ২১ এপ্রিল থেকে অথবা যোগদানের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে।
২০০৯ সালের ৩০ মার্চ অতিরিক্ত সচিবের পদমর্যাদায় দুই বছরের জন্য রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান নুরুল হুদা। মেয়াদ পূর্ণ হওয়ার পর কয়েক দফায় তার মেয়াদ বাড়ানো হয়। গত ২৩ মার্চ নুরুল হুদার চুক্তির মেয়াদ শেষ হয়।