সাদ হত্যায় আজীবন বহিষ্কার হল ছাত্রলীগের ৩ জন

agri versity বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রলীগ নেতা সাদ হত্যার ঘটনায় তিনজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। অপর তিনজনকেও বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। এদের মধ্যে দুই জনকে চার বছর ও এক জনকে এক বছরের বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।

বুধবার সকালে বিশ্ববিদ্যারয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল খালেক সাংবাদিকদের জানান, সাদ হত্যার ঘটনায় ৩ জনকে আজীবনের বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞানের মাস্টার্সের ছাত্র রেজাউল করিম রেজা, ছাত্রলীগের আশরাফুল হক হলের সাংগঠনিক সম্পাদক সুজয় কুমার কুণ্ডু ও ছাত্রলীগ কর্মী রোকনুজ্জামান।

এছাড়া দেওয়ান মোহাম্মদ মুফরাদ ও নাজমুল সাদাত রাসেলকে ৪ বছরের জন্য এবং অন্তর চৌধুরীকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা সবাই ছাত্রলীগের কর্মী।

রেজিস্ট্রার জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। জরুরি সিন্ডিকেট সভায় এ সুপারিশ অনুমোদন হয়েছে।

আশরাফুল হক হলের ছাত্র, মাৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতক শেষ বর্ষের ক্লাস প্রতিনিধি ও ছাত্রলীগ নেতা সাদ ইবনে মমতাজকে গত ৩১ মার্চ পিটিয়ে গুরুতর আহত করে তার সহপাঠীসহ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরদিন সকাল ১১টায় তিনি মারা যান।

বেধড়ক পিটুনিতে লিভার ফেটে ও মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ছাত্রলীগের আসন্ন অনুষদীয় সহসভাপতি নির্বাচন ও ৩০ মার্চের ক্লাস-পরীক্ষাকে কেন্দ্র করে সুজয় ও রোকনুজ্জামান এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তার সহপাঠীরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ