জিয়া স্বাধীনতা ঘোষণা করেন আ.লীগ নেতাদের অনুরোধে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আওয়ামী লীগ নেতাদের অনুরোধেই জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান ২৭ মার্চ স্বাধীনতা ঘোষণা করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ঘোষণার আদেশ দিয়েছিলেন ২৬ মার্চ। এ বিষয়টি নিয়ে বর্তমানে মিথ্যাচার হচ্ছে।’
বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভার প্রথম পর্বে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘স্বাধীনতার এত বছর পর আবারও স্বাধীনতাবিরোধীরা সক্রিয় হয়েছে। তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা বলছেন জিয়া প্রথম রাষ্ট্রপতি তারাও জানেন ইতিহাস কি। এরপরও এ ধরনের ঘোষণা অত্যন্ত হাস্যকর।’
জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলায় এর নিন্দা জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, ঢাকা মহানগর ও খুলনা বিভাগের নেতৃবৃন্দ।