জিডিপি প্রবৃদ্ধি কমবে বিশ্বব্যাংকের পূর্বাভাস

world bank বিশ্ব ব্যাংকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজনৈতিক অস্থিশীলতা, রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়া, রাজস্ব আদায় কম এবং রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ায় চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৫ দশমিক ৪ শতাংশে। এমনই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

এ বিষয়ে ‘বাংলাদেশ ডেভলাপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনটি বুধবার বেলা সাড়ে ১১টায় প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এটি তুলে ধরেন সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন।

প্রতিবেদনে বলা হয়, বছরের শুরুতে যেসব সমস্যা ছিল সেগুলো হচ্ছে- রাজনৈতিক অস্থিতিশীলতা, পোশাক শিল্পের ইমেজ সংকট, গ্যাস সংকট, পরিবহন সমস্যা এবং বিদুৎ সরবরাহ সমস্যা এবং আন্তর্জাতিক চাহিদার দুর্বলতা। এর সঙ্গে যুক্ত হয়েছে রেমিটেন্স কমে যাওয়া এবং রাজনৈতিক অনিশ্চয়তা।

এতে বলা হয়, বিদুৎ ও রপ্তানি উন্নতি কিছুটা আছে, কিন্তু বাকি সবগুলো নিম্নমুখী। তাই এ বছর জিডিপি প্রবৃদ্ধি গত বছরের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা নেই।

প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে রাজনৈতিক যে অস্থিতিশীলতা ছিল এতে জিডিপিতে ক্ষতি হয়েছে ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি ৮৬ শতাংশ ক্ষতি হয়েছে সেবা খাতে। শিল্প খাতে ক্ষতি হয়েছে ১১ শতাংশ এবং কৃষি খাতে ৩ শতাংশ।

মূল্যস্ফীতির ক্ষেত্রে বলা হয়, বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। রাজনৈতিক কারণে ওই সময় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছিল। বাংলাদেশে বিশ্বের প্রতিযোগী দেশগুলোর তুলনায় এখনও মূল্যস্ফীতি বেশি। ফলে আন্তর্জাতিক বাজারের সক্ষমতা কমেছে।

তবে এর আগে গত জানুয়ারি মাসে রাজনৈতিক অনিশ্চয়তা ও নির্বাচনী অস্থিতিশীলতার কারণে চলতি (২০১৩-১৪) অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৫ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে অবস্থান থেকে সরে এসে আরো কম প্রবৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে সর্বোচ্চ ঋণ দাতা এ সংস্থাটি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ