তারেক কোকো পলাতক আসামি, তাদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে : আইনমন্ত্রী

anisul haque আইনমন্ত্রীসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো এখন পলাতক আসামি। তাদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রনালয়ে ‘বিদেশে পালিয়ে থাকা আসামি ফিরিয়ে আনতে পূনর্গঠিত টাস্কফোর্সের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মহা পুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
আইন মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার দুই পুত্র বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাজা প্রাপ্ত আসামি নয়। তার জামিন ক্যান্সেল করা হয়েছে। তার ছোট ভাই আরাফাত রহমান কোকো দন্ডপ্রাপ্ত পলাতক আসামি। তাদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, লন্ডন বসে যে এমন মন্ত্মব্য করছেন, তার মস্ত্মিষ্কে চিকিৎসা করানো দরকার।

আইনমন্ত্রী প্রশ্ন করে বলেন, আজ ৪২ বছর পর কে প্রথম রাষ্ট্রপতি এ নিয়ে প্রশ্ন কেন। যারা এমন প্রশ্নের উদ্রেক করে তারা কি বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়?

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ