সাঈদীর মামলায় যুক্তিতর্ক অসমাপ্ত

sayedee সাইদীসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে।যুক্তিতর্ক অসমাপ্ত অবস্থায় রেখে বৃহস্পতিবার পর্যন্ত মামলার কার্যক্রম মূলতবি করা হয়েছে।

বুধবার শুনানি গ্রহণ শেষে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের আপিল বেঞ্চ মূলতবির এ আদেশ দেন।

সাঈদীর মামলায় বুধবার সকাল থেকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম যুক্তি-তর্ক উপস্থাপন করেন। তাকে সহযোগিতা করেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এমকে রহমান, প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন বৃহস্পতিবার শেষ হবে বলেও জানা গেছে। এরপর আসামিপক্ষ পাল্টা আইনি যুক্তি পেশ করবেন। পরে মামলাটি চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষমান রাখা হবে।

অ্যাটর্নি জেনারেল আদালতে বলেন, আমি পিরোজপুর ও বরিশাল আদালতে গিয়েছিলাম। সেখানে মুক্তিযুদ্ধের সময় নিহত ইব্রাহিম কুট্টির ব্যাপারে কোন এফআইআর পাওয়া যাইনি। এছাড়া আসামিপক্ষ এ মামলার যে কপি পেশ করেছেন, তা আদালতের মাধ্যমে সার্টিফাইড নেই।

আপিল বিভাগ বলেন, তা হলে তো ডকুমেন্টগুলো দেখতে হবে। অতঃপর আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় মামলার কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি করা হয়।

আদালতে আসামিপক্ষে ছিলেন- খন্দকার মাহবুব হোসেন, এসএম শাজাহান ও তানভীর আহমদ আল আমিন, তাজুল ইসলাম প্রমুখ।

গত ২৫ ফেব্রুয়ারি থেকে সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

এর আগে গত ২৮ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আপিল বিভাগে আসামিপক্ষ তাদের যুক্তির্তক উপস্থাপন করেন।

গত বছরের ২৪ সেপ্টেম্বর সাঈদীর মামলায় প্রথম আপিল শুনানি শুরু হয়।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদন্ডের আদেশ দেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে গত বছরের ২৮ র্মাচ আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ পৃথক দুটি আপিল দাখিল করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ