মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে

Mohammod Nasim মোহাম্মদ নাসিমসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ খালেদা জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন কমিটির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাসিম বলেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজও সক্রিয়। এখনও তারা দেশে চক্রান্ত করে যাচ্ছে। কয়েকদিন আগে বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কের সৃষ্টি তারাই করেছে। আর এ কাজ করার পৃষ্ঠপোষকতা করেছেন খালেদা জিয়া।

তিনি বলেন, একাত্তরের ১৭ এপ্রিল মুজিবনগরে প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়। শেখ মুজিবর রহমানকে রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয় এ সরকার। এ কথা জাতি জানে, এটি ইতিহাস। এই সরকার আমাদের জাতির স্বাধীনতার প্রথম সূর্যোদয়ের সরকার। এই ইতিহাসকে যারা বিকৃত করতে চায়- আমরা তাদের প্রতি ঘৃণা জানাচ্ছি।

ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ পদক্ষেপ নেবে।

বুধবার লন্ডনে শেখ মুজিবকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এদের প্রতি শুধু ঘৃণাই প্রকাশ করা যায়।

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের সভাপতিত্বে সভায় আরও ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, বিএ মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ, কার্যনির্বাহী সদস্য খায়রুজ্জামান লিটন ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ