মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ খালেদা জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন কমিটির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নাসিম বলেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজও সক্রিয়। এখনও তারা দেশে চক্রান্ত করে যাচ্ছে। কয়েকদিন আগে বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কের সৃষ্টি তারাই করেছে। আর এ কাজ করার পৃষ্ঠপোষকতা করেছেন খালেদা জিয়া।
তিনি বলেন, একাত্তরের ১৭ এপ্রিল মুজিবনগরে প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়। শেখ মুজিবর রহমানকে রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয় এ সরকার। এ কথা জাতি জানে, এটি ইতিহাস। এই সরকার আমাদের জাতির স্বাধীনতার প্রথম সূর্যোদয়ের সরকার। এই ইতিহাসকে যারা বিকৃত করতে চায়- আমরা তাদের প্রতি ঘৃণা জানাচ্ছি।
ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ পদক্ষেপ নেবে।
বুধবার লন্ডনে শেখ মুজিবকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এদের প্রতি শুধু ঘৃণাই প্রকাশ করা যায়।
স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের সভাপতিত্বে সভায় আরও ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, বিএ মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ, কার্যনির্বাহী সদস্য খায়রুজ্জামান লিটন ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।