জঙ্গিবাদ উৎখাতে গোয়েন্দা নজরদারী বাড়াতে নির্দেশ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশ থেকে জঙ্গিবাদ উৎখাতে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি গোয়েন্দা নজরদারী বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জঙ্গিবাদ প্রতিরোধ প্রতিকার বিষয়ক জাতীয় কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুস্ত্মাক, মহা পুলিশ পরিদর্শক ওর্ যাবের মহা পরিচালক মোখলেসুর রহমানসহ মন্ত্রণালয়ের সংশিস্নষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মনে করছি দেশ থেকে জঙ্গিবাদ উৎখাতে শুধু আইন করলেই চলবে না। জনসচেতনতা সৃষ্টি প্রয়োজন। আর সে জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদসহ সকল উপাশনালয়ে যাতে কোন কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের মোটিভেটেড করতে না পারে, শিক্ষা গ্রহন থেকে ডাইভার্ট করতে না পারে, সেজন্য সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, এই লক্ষে আজ বর্তমান সরকারের সময়ে জঙ্গিবাদ প্রতিরোধ প্রতিকার বিষয়ক জাতীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে জঙ্গি তৎপরতা বাড়েনি। ময়মনসিংহে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের অর্থ ও কৌশল এবং জঙ্গিদের আস্থার জায়গা চিহিৃত করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনিক কোনো দুর্বলতা নেই। দুর্বলতা থাকলে জঙ্গিদের চিহ্নিত করতে পারতাম না।
জঙ্গিবাদী কার্যক্রমে নজরদারি এবং সিদ্ধান্ত্ম গ্রহণে ২০০৯ সালের ২০ এপ্রিল গঠন করা হয় জঙ্গিবাদ প্রতিরোধ প্রতিকার জাতীয় কমিটি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বাধীন এই কমিটিতে স্বরাষ্ট্র, শিক্ষা, আইন, ধর্ম, সমাজ কল্যাণ, সমাজ কল্যাণ, স্থানীয় সরকার, তথ্য মন্ত্রণালয়ের সচিব সদস্য হিসোবে রয়েছেন।
এছাড়া পুলিশ, ডিজিএফআই, বিজিবি, আনসার ও ভিডিপি, মহাপরিচালক (প্রধানমন্ত্রীর কার্যালয়),র্ যাব প্রধানও এই কমিটিতে রয়েছেন। অন্য সদস্যদের মধ্যে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এই কমিটির সদস্য।
২০১৩ সালের ৪ জুন সর্বশেষ এই কমিটির বৈঠক হয়েছিল। বুধবার বর্তমান সরকারের সময়ে এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।