যুব উন্নয়নের ৪৮ কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা

Govt-logo-sm20130204080728সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যুব উন্নয়ন অধিদপ্তরের ৪৮ জন কর্মকর্তা ও কর্মচারির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এ নির্দেশ দিয়েছেন। এসব কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে কর্মস্থলে না থাকাসহ কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
বুধবার বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক অসিত কুমার মুকুটমণি বলেন, কর্মস্থলে অনপুস্থিতির কারণে ৪৮ কর্মকর্ত-কর্মচারীর বিরম্নদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এসব কর্মকর্তা-কর্মচারিদের বিরম্নদ্ধে ব্যবস্থা নেওয়া শুরম্ন হয়েছে বলেও জানান তিনি।
বুধবার সকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার আকস্মিকভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময় ১৩৫ জনের মধ্যে ৪৮ জন কর্মকর্তা ও কর্মচারীর অনুপস্থিতি লক্ষ্য করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তাৎক্ষনিক দায়িত্বে অবহেলার জন্য অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের বিরম্নদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্য মহাপরিচালককে নির্দেশ প্রদান করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক অসিত কুমার মুকুটমণি এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ