বাসচাপায় রিকশাচালকের মুত্যু

mymansing ময়মনসিং ম্যাপ mapরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাসের চাপায় মো. কুদ্দুস মিয়া (৫০) নামের এক রিকশাচালক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন। নিহত কুদ্দুস কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার বাসিন্দা। বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া এলাকার মায়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা উপজেলার জামিরদিয়া মায়া মসজিদের সামনে বুধবার দুপুরে বিআরটিসির ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা  একটি রিকশা ও সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক কুদ্দুস মিয়া মারা যান।

এ সময় আহত অটোরিকশাচালক আনোয়ার হোসেন (৩০) ও রিকশাযাত্রী ফজলুল ইসলামকে (৪৫) ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ