নারায়ণগঞ্জ মহানগরে তথ্যমন্ত্রীকে নিষিদ্ধ ঘোষণা

hasanul haque inu হাসানুল হক ইনুসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অশালীন ও বিকৃত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মন্ত্রীকে নারায়ণগঞ্জ মহানগরী এলাকায় নিষিদ্ধ ঘোষণা করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

মহানগর যুবদলের আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বুধবার বিকেলে এক বিবৃতিতে বলেন, ‘হাসানুল হক ইনু একজন রাজনৈতিক টোকাই। যার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার যোগ্যতা নাই, সে গৃহপালিত মন্ত্রী হয়ে খুশিতে পাগল হয়ে প্রলাপ বকছে। ইনু মন্ত্রীত্বের প্রতিদান দেয়ার উদ্দেশ্যে শেখ হাসিনাকে খুশি করার জন্যই এ ধরণের কুরুচিপূর্ন ও বেপরোয়া বক্তব্য দিচ্ছে ।’

খোরশেদ আরও বলেন, ‘ইতিহাস বিকৃতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি ও অরাজনৈতিক মন্তব্য করায় ইনুকে আমরা নারায়ণগঞ্জ মহানগরী এলাকায় অবাঞ্চিত ও নিষিদ্ধ ঘোষণা করছি। এরপরেও যদি প্রশাসনিক শক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ মহানগরী এলাকায় ইনু প্রবেশ করে, তবে তাকে ধিক্কার জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদল কালো পতাকা প্রদর্শন করবে।’

অবিলম্বে ইনুর বক্তব্য প্রত্যাহার ও জাতির কাছে নি:র্শত ক্ষমা চাওয়ার দাবি করছেন মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, মাসুদ রানা, সরকার আলম, আনোয়ার হোসেন আনু, রানা মজিব, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ