গাজীপুরে ১২ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের কারাতে প্রশিক্ষণ

Gazipur গাজীপুররিপোর্টার, এবিসি নিউজ বিডি, গাজীপুরঃ গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে কালিয়াকৈর উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্রীকে কারাতে প্রশিক্ষণ দেওয়া হবে। বুধবার আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার বিকেলে উপজেলার সফিপুর ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ওই কলেজের অধ্যক্ষ এসএম আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনএনও) হাবিবুর রহমান, মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, গাজীপুর জেলা কারাতে এসোসিয়েশনের সভাপতি মার্শাল শাহজাদা প্রমুখ।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান বলেন, ‘পর্যায়ক্রমে গাজীপুরের সবগুলো বিদ্যালয়ে ছাত্রীদের জন্য কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কারাতে প্রশিক্ষণ নেওয়ার ফলে তারা নিজেদের রক্ষা করতে শিখবে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ