নতজানু পররাষ্ট্র নীতি পরিহার করুনঃ গণতান্ত্রিক বাম মোর্চা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, গাইবান্ধাঃ পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্র নীতি পরিহার করার জন্য শেখ হাসিনার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতাকর্মীরা।
বুধবার সকাল সাড়ে ১১টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও দুপুর ১টায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে ঢাকা-তিস্তা ব্যারেজ রোডমার্চে পৃথক পথসভায় বক্তারা এ আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, শাসক গোষ্ঠীর নতজানু নীতির কারণে স্বাধীনতা ৪৩ বছর পরও নদীর পানির ন্যায্য হিস্যা পায়নি বাংলাদেশ।
ভারতের শাসক গোষ্ঠীর তিস্তা নদীর উজানে বাঁধ দিয়ে আমাদের শুকিয়ে মারতে চায় এবং ধ্বংস করতে বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে। কিন্তু ভারতের সাধারণ জনগণ এটা সমর্থণ করে না বলেই আমাদের বিশ্বাস।
জাতিসংঘের ১৯৯৭ সালের চুক্তির ভিত্তিতে অনুস্বাক্ষরের মাধ্যমে এবং আন্তর্জাতিক আইনের আওতায় অবিলম্বে তিস্তাসহ অভিন্ন সব নদীর পানি বন্টন চুক্তি করতে হবে।
বুধবার সকাল সাড়ে ১১টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌঁছে বাম মোর্চার রোড মার্চ।
উপজেলা বাসদ আহ্বায়ক ও বাম মোর্চার সমন্বয়ক কমরেড রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বাম মোর্চার সমন্বয়ক কমরেড আব্দুস সাত্তার, বাসদ কনভেনশনের সমন্বয়ক শুভাংশু চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকী, বাসদের (মাহবুব) ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসিন মিয়া, ইউনাইটেড কমিউনিস্ট লীগের মোশারফ হোসেন নান্নু, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, বাসদ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শ্যামল কান্তি দে প্রমুখ।
সমাবেশের আগে রোডমার্চ কাফেলা গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়কে একটি লাল পতাকা মিছিল করে। পরে দুপুর ১টার দিকে রোড মার্চ জেলার পলাশবাড়ী উপজেলায় পৌঁছে।
গাইবান্ধা জেলা বাসদ সভাপতি আহসান হাবীব সাঈদের সভাপতিতে স্থানীয় চৌমাথা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখান থেকে বিকাল ৩টায় রোড মার্চ তিস্তার উদ্দেশে রওনা হয়।