মেরুদণ্ড ভেঙে গেছে বিএনপির: হাছান মাহমুদ

Hasan Mahmud হাসান মাহমুদরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে বিএনপির মেরুদণ্ড ভেঙে গেছে। তাই বিএনপিকে জাতির কাছে ক্ষমা চেয়ে দেশের গণতন্ত্রের স্বার্থে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘ইতিহাস বিকৃতি-বিএনপির রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি শুধু মিথ্যাচারই করে না, তারা ধ্বংসাত্মক রাজনীতি করে। তারা যে মাঠে আছে সেটা জানানোর জন্য তারা সকাল-বিকাল সংবাদ সম্মেলন করে। তারা বলেছিলো, নির্বাচনের পরে আন্দোলন করবে, তাও পারেনি। গত সরকারের আমলের চেয়ে এবারের প্রধানমন্ত্রী আরও বেশি কঠোর। তাই এ সরকারের আমলে ধ্বংসাত্মক রাজনীতি করলে সরকার আরও বেশি কঠোর হবে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্ট প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘২০০৭ সালে বেগম জিয়ার ব্যাংক হিসাব জব্দ করার বিষয়টি নিয়ে এখন ঘাটাঘাটি করা হচ্ছে। দীর্ঘ ৭ বছর পর খালেদা জিয়া ওই ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া সংসার চালাতে পারেন না। অথচ তার দুই ছেলে পলাতক আসামি হিসেবে থাকার পরেও যুক্তরাজ্যে বিলাসবহুল জীবনযাপন করছেন। লেটেস্ট মডেলের গাড়িতে চড়ছেন। তার কয়েকজন গাড়ি চালক রয়েছেন। একেকজনের পেছনে খরচ হয় এক থেকে আড়াই লাখ টাকা।’

এ টাকার উৎস সম্পর্কেও প্রশ্ন রাখেন তিনি।

৫ জানুয়ারির নির্বাচন বর্জন করার কারণে বেগম জিয়া নিজের দলেই সমালোচিত হয়েছেন বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ