সরকার ভারতের কথা ভাবে, দেশের কথা নয়ঃ নোমান

abdulla al noman আব্দুল্লাহ আল নোমানরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এ সরকার বাংলাদেশের জনগণের কথা ভাবে না। ভাবে শুধু ভারতের কথা। এ জন্য জনগণের মাঝে ক্ষোভ দানা বেঁধেছে। খুব শিগগিরই গণ-ভূমিকম্প হবে এবং তারা আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে যুব জাগপা আয়োজিত তিস্তার পানির ন্যায্য হিস্যা ও বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহ আল নোমান বলেন, আমার কাছে রাজনৈতিক পূর্বাভাস আছে, খুব শিগগিরই সরকারের দুর্নীতি রুখতে গণ-ভূমিকম্প হবে, যে ভূমিকম্পের মধ্য দিয়ে সৃষ্টি হবে নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশ।

তিনি বলেন, পথে বের হলেই জনগণের মলিন মুখ দেখতে হয়। এই মলিন মুখ দেখেই বোঝা যায় তাদের মনের মধ্যে কি হচ্ছে।

মানববন্ধনে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান বলেন, শুধু কথায় আর কাজ হবে না। এই সরকার ক্ষমতার ঘাঁটি গেড়ে বসেছে। তাদের সোজা কথা বলে সরানো যাবে না।

এসময় জাগপার পক্ষ থেকে তিনি গণতন্ত্র রক্ষায় ১৭ এপ্রিল রংপুরে জনসভার ঘোষণা দেন। জনসভা শেষে তিস্তা অভিমুখে রওনা হবেন বলেও জানান তিনি।

যুব জাগপার ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সাইদুল ইসলাম সাগর। এতে আরো ছিলেন- কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশে নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, জাগপার সহ-সভাপতি মহিউদ্দিন বাবুল প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ