ইরান-পাকিস্তান নৌ মহড়া শেষ

shipআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ইরান ও পাকিস্তানের যৌথ নৌ মহড়া  শেষ হয়েছে। জাহাজ ও সাবমেরিনের সামরিক ও কৌশলগত বিন্যাস বা ফরমেশনের মহড়া করেছে দু’দেশের নৌবাহিনী। এতে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে একটি হেলিকপ্টার।

ইরান ও পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা উন্নয়ন ও বিনিময়ের লক্ষ্যে মহড়াটি চালানো হয়েছে।  যৌথ মহড়ায় ইরানের নৌবাহিনীর বিশেষ ইউনিট এবং পাকিস্তানের একটি নৌ বহর অংশ নেয়। পাকিস্তানি নৌ বহরে একটি মিসাইল লাঞ্চার ওয়ারশিপ, একটি লজিস্টিক ওয়ারশিপ এবং একটি অত্যাধুনিক সাবমেরিন ছিল। এই মহড়ায় অংশ নেয়ার জন্য গত শনিবার পাকিস্তানের নৌ বহর ইরানের বন্দর আব্বাসে এসে পৌঁছায়।

এর আগে ওমানের সঙ্গে একই ধরনের যৌথ নৌ মহড়া চালিয়েছে ইরান। আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এসব যৌথ নৌ মহড়া চালানো হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক পানিসীমায় ইরানের নৌবাহিনীর তৎপরতা বেড়েছে। এরইমধ্যে বিভিন্ন দেশের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করে প্রশংসিত হয়েছে ইরানি নৌবাহিনী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ