তিস্তা চুক্তি হয়নি মমতার অনীহার কারণে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মমতা ব্যানার্জির অনীহার কারণেই তিস্তা পানি চুক্তি সম্পাদন সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক শিল্পমন্ত্রী ও বাংলাদেশর সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীড বড়ুয়া। এসময় তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথাও উল্লেখ করেন।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তিস্তা নদীর পানি প্রবাহের ন্যায্য হিস্যার দাবিতে এমএল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দিলীপ বড়ুয়া বলেন, মমতা ব্যানার্জির অনীহা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে কারণে তিস্তা পানির চুক্তি সম্পাদন হয়নি। এর ফলে বাংলাদেশের পানিব্যবস্থা, কৃষকদের চাষবাদে সমস্যা এবং নদীগুলো হুমকির মুখে পড়েছে।
এসময়ে একই দাবিতে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তিনি তিস্তার উজানে বাঁধ দিয়ে পানি পাচার করা হচ্ছে বলে অভিযোগ করে এর নিন্দা জানান।
প্রধান অতিথির বক্তব্যে দিলীপ বড়ুয়া আরও বলেন, ২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর তিস্তা পানির চুক্তি করার কথা ছিল। কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র ও মমতার অনীহার কারণে এটা সম্ভব হয়নি। ফলে আমাদের কৃষক, কৃষি জমি সঙ্কটের মুখের পড়েছে। মরুভূমি হতে চলেছে উত্তর জনপদ।
এসময়ে সাবেক এই মন্ত্রী সবাইকে এক হয়ে জনগণের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
মানববন্ধনে সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি বাবুল বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের পল্যিট ব্যুরো সদস্য ধীরেন সিংহ, নেতা হারুন চৌধুরী, নারী নেত্রী ফিরোজা বেগম, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফোরামের সাধারণ সম্পাদক এম দেলোয়ার হোসেন বাংলাদেশ ছাত্র আন্দোলন সভাপতি মনজুর রহমান মিঠু প্রমুখ।
এদিকে ন্যাপের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ন্যাপের চেয়ারম্যান মোশতাক আহমদ ভাসানীর সভাপতিত্বে অন্যান্যের মধ্য বক্তব্য দেন, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, প্রজন্ম লীগের সভাপতি রোকন উদ্দিন পাঠান প্রমুখ।
এতে বক্তারা বলেন, অবিলম্বে তিস্তার পানির ন্যায্য হিস্যা আমরা চাই। কৃষকদের মুখের দিকে চেয়ে হলেও দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। কেননা এই সমস্যা শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতে এর প্রভাব পড়বে ব্যাপকভাবে। সরকার আন্তরিক হলেই সমস্যাটির সমাধান হওয়া সম্ভব।