ইয়াবা ব্যবসায়ী-পুলিশ বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ ৪

Cox bazar map কক্সবাজার ম্যাপসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, কক্সবাজারঃ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এ সময় চারজন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে তিনজন পুলিশের সদস্য।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের ক্যাং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজেস বড়ুয়া (৩৫), কনস্টেবল নিহির চন্দ্র (৩৮), হাবিবুর রহমান (৩৮) এবং ইয়াবা ব্যবসায়ী রমজান আলী (৩০)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ২০ রাউন্ড গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপযার্য়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। বন্দুকযুদ্ধে পুলিশের এক এসআই ও দুই কনস্টেবল এবং এক ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।

পরে ঘটনাস্থল থেকে এক হাজার পিস ইয়াবা, দেশীয় এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও আহত অবস্থায় এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ