স্কুলে ছুরিকাঘাতে আহত ২২

Amerin schoolআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যুক্তরাষ্ট্রে ১৬ বছরের অ্যালেক্স রাইবেল বন্দুক নয়, রান্নাঘরের ছুরি হাতে হামলা চালাল পিটসবার্গের শহরতলির এক স্কুলে। এলোপাথাড়ি ছুরিতে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত হলো ২১ ছাত্র ও এক নিরাপত্তারক্ষী।

টানা ৩০ মিনিট ধরে একের পর এক ক্লাসরুম ও হলঘরের ২০০ ফুট জায়গা জুড়ে ১০ ইঞ্চির ধারালো ছুরি নিয়ে নির্বিচারে ছাত্রছাত্রীদের ওপর চড়াও হয় সে। এদের মধ্যে পাঁচ ছাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এক ছাত্রের যকৃৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ছুরির আঘাতে। পুলিশ অভিযুক্ত অ্যালেক্স রাইবেলকে গ্রেফতার করেছে। নাবালক হলেও এই অপরাধের বিচারে তাকে একজন প্রাপ্তবয়স্ক হিসেবেই দেখা হবে বলে স্থানীয় পুলিশ সূত্রের খবর।

বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পিটসবার্গের শহরতলির মারিসভিলের ফ্র্যাঙ্কলিন রিজিওনাল হাইস্কুলে। এদিন সবে ছাত্ররা একে একে স্কুলে প্রবেশ করছিল। তখনই ছোরা হাতে আকস্মিক হামলা করে অ্যালেক্স। সে ‘ছাত্র’ বলেই জানিয়েছে স্থানীয় পুলিশ।

এ ঘটনার খবর পেয়েই ছুটে আসে পুলিশ। তারা দ্রুত হামলাকারীকে নিয়ন্ত্রণে এনে ফেলে। আক্রান্ত ছাত্রদের বয়স ১৪ থেকে ১৭-র মধ্যে।

চাঞ্চল্যকর এই ঘটনার পর স্কুল খালি করে দেওয়া হয়েছে। স্কুলের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, আপাতত স্কুলে ক্লাস বন্ধ থাকবে। বেশ কয়েকজনের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে জানিয়েছেন চিকিৎসকেরা। আক্রান্তদের শরীরে আঘাত রয়েছে এবং তা মারাত্মক বলে জানা গেছে। দুজনকে সঙ্গে সঙ্গে অপারেশন রুমে নিয়ে যেতে হয়েছে।

পুলিশ স্কুলের ছাত্রদের সাহসের প্রশংসা করে বলেছে, এরকম পরিস্থিতিতেও ছাত্রছাত্রীরা নিজেদের মানসিক স্থিতাবস্থা হারায়নি। সহপাঠীদের রক্তপাত বন্ধ করতে প্রাথমিক চিকিৎসাটুকু সেরেছেন তারাই।

মারিসভিলের গভর্নর টম করবেট এদিন বলেন, আমার ছাত্ররাই আসল নায়ক। তারা আহত বন্ধুদের বিপদের সময় ছেড়ে পালায়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ