শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন

Govt-logo-sm20130204080728সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রশ্নপ্রত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা স্থগিতের পর এবার শিক্ষা মন্ত্রণালয় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কমিটি গঠনের পর শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য দেন। এর আগে সকালে ঢাকা শিক্ষা বোর্ড প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
শিক্ষা মন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সোহরাব হোসেনেকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কলেজ), শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক), মাউশি’র পরিচালক (প্রশাসন) এবং শিক্ষা বোর্ডের পরিদর্শককে (বিদ্যালয়) সদস্য হিসেবে রাখা হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, কমিটিকে দুটি দায়িত্ব দেয়অ হয়েছে। একটি হচ্ছে- প্রশ্নপত্র ফাঁরে ঘটনায় সার্বিক বিষয় তদন্ত করে সুপারিশ করবে। আর শিক্ষা মন্ত্রণালয়ের সব পাবলিক পরীক্ষার প্রশ্নপত্রের সার্বিক নিরাপত্তায় করণীয় নির্ধারণ করে সুপারিশ করবে।
শিক্ষামন্ত্রী জানান, স্থগিত পরিক্ষা আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ