প্রশ্নপত্র ফাঁস, স্থগিত পরীক্ষা ৮ জুন

nurul islam nahid শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষা আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে। সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
এ পরীক্ষা বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঢাকা শিক্ষা বোর্ড বুধবার রাতেই পরীক্ষা স্থগিত করে। বৃহস্পতিবার ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করে।
এর পর শিক্ষা মন্ত্রণালয়ে জরুরি বৈঠক করে ৭ সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে।
উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের কথা উল্লেখ করে শিক্ষা মন্ত্রী বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। যেখানে আমরা শিক্ষার মানোন্নয়ন করেছি, ছাত্র-ছাত্রীরা ভাল ফল করছে, পাশের হার বেড়েছে, সেরকম একটি সময়ে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঘটানো হচ্ছে। উন্নয়ন ব্যহত করার লক্ষে এ কাজ করা হচ্ছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছে। জড়িতদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেবো। বুধবার রাতেই তথ্যের ভিত্তিতে আমরা পরীক্ষা স্থগিত করি।
শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সাধারণ সব মানুষের কাছে সহায়তা চান শিক্ষামন্ত্রী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ