ফেসবুক আগ্নেয়াস্ত্রের বিষয়ে কঠোর হচ্ছে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ফেসবুক হলো মানুষের মনের খোলা জানালা।ইচ্ছেমতো যে কোনো কিছু পোস্টের মাধ্যমে বন্ধুকে জানিয়ে দিতে পারবেন নিজের অবস্থান। তবে এবার এ বিষয়ে কিছুটা কঠোর হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।
এখন থেকে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত পোস্ট বা কোনো পোস্ট বেআইনি কাজের সঙ্গে জড়িত থাকলে ফেসবুক তা মুছে দেবে। ব্যক্তিগতভাবে আগ্নেয়াস্ত্র কেনাবেচার ব্যাপারে কোনো পোস্ট সন্দেহজনক মনে হলে এমন পদক্ষেপ নেবে এই সোশ্যাল নেটওয়ার্ক সাইট কর্তৃপক্ষ।
আগ্নেয়াস্ত্র বিষয়ক বিভিন্ন পোস্টের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলের চাপের মুখে ছিল ফেসবুক। ই-কমার্স সাইট না হলেও ফেসবুকের বিভিন্ন পেজে এবং ব্যক্তিগত প্রোফাইলে বিভিন্ন পণ্যের কেনাবেচা হয় প্রায়ই। এর মধ্যে রয়েছে হ্যান্ডগান থেকে শুরু করে সামরিক বাহিনীতে ব্যবহৃত মেশিনগানও। তবে এখন থেকে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত কোনো পোস্ট দেখতে পারবেন না প্রাপ্তবয়স্করা।