বৈধ প্রতিনিধি নেই সংসদে: খালেদা জিয়া

Khaleda zia খালেদা জিয়াসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সংসদে বৈধ প্রতিনিধি নেই। স্পিকার জনগণের ভোটে নির্বাচিত হননি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, ‘সংসদ সদস্যদের মধ্যে বেশিরভাগ জনগণের ভোটে নির্বচিত হননি। জনগণের টাকা খরচ করে প্রতিদিন সংসদে গালিগালাজ করছেন তারা।’

শনিবার দুপুর দেড়টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনে আয়োজিত জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগরের ৬ষ্ঠ কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাঁচ জানুয়ারির নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘পাঁচ জানুয়ারির নির্বাচন গণতন্ত্রের কবর হয়েছে।পাঁচ জানুয়ারি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।’

প্রশাসনের দুরবস্থা নিয়ে খালেদা জিয়া বলেন, ‘প্রশাসনকে আওয়ামী লীগ তাদের নিজের কাজে ব্যবহার করেছে। প্রশাসনকে নষ্ট করেছে তারা। দেশকে নষ্ট করেছে তারা। দেশের প্রতি তাদের কোনো মায়া নেই। তারা এসেছে দেশে লুট করতে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বলে সোনার বাংলা। তাই তো দেশে এতো সোনা চোরাচালান হচ্ছে। প্রতিদিন এতো সোনা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে তার কোনো হদিস নেই।’

খালেদা জিয়া বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয়গুলো অস্ত্রাগারে পরিণত হয়েছে। এখানে কোনো পড়াশোনা হচ্ছে না।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ