কয়লা ও জীবাশ্ম ব্যবহারে জাতিসংঘের সমালোচনা
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ উন্নয়নশীল দেশগুলোর কয়লা ও অন্যান্য জীবাশ্ম ব্যবহারের সমালোচনা করেছে জাতিসংঘ। একই সঙ্গে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধে সোলার ও বায়বীয় শক্তির মতো বিকল্প জ্বালানি শক্তির ব্যবহার বাড়াতে তাগিদ দেয়া হয়।
জার্মানির বার্লিনে রোববার সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করবে সংস্থাটি। খবর বিবিসির।
প্রতিবেদনটিতে বলা হয়, শুধু বিকল্প জ্বালানি শক্তির বহুল ব্যবহারই কার্বন নিঃসরণের মাত্রা কমাতে পারে। বিজ্ঞানীরা অবশ্য কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের কথাও বলেছেন।
প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের মধ্যে যদি উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ না নেয়া হয়, তাহলে বিশ্বব্যাপী তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। এ তাপমাত্রা বৃদ্ধি বিশ্বের জন্য খুবই ভয়াবহ হবে বলেও উল্লেখ করা হয়।
এ ছাড়া ওই প্রতিবেদনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশগুলোর সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে নানা নির্দেশনা দেয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তন নিয়ে এটা জাতিসংঘের গবেষণা প্রতিবেদনের তৃতীয় ধাপ। সর্বশেষ দ্বিতীয় ধাপে গত মার্চে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।