গণতন্ত্রকে রক্ষা চাইলে সরকারের আইন মানা যাবে না

Goyesshor Chondro Ray গয়েশর রায়সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জনগনের উদ্দেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, স্বৈরাচারী সরকারের হাত থেকে যদি গণতন্ত্রকে রক্ষা করতে চান তাহলে সরকারের আইন মান্য করা যাবে না।

রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দল আয়োজিত ‘খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা চার্জ গঠন বাতিল এবং ড. খন্দকার মোশারফ হোসেনসহ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে’ প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, যেমন সরকার তাকে তেমন ওষুধ দিতে হবে। আর তা রাজপথে নেমে দিতে হবে।

প্রধানমন্ত্রীকে খুশি করার জন্যই এরশাদ জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদারকে বাদ দিয়ে জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বহির্বিশ্বে ভাবমূর্তি নষ্ট হচ্ছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন সরকার রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি করছে।

তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে এমপিরা যা মন চাচ্ছে, তাই বলছেন। এর কোনো জবাবদিহিতা নেই।

সংগঠনের সভাপতি এস এম তফাজ্জল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ