মুক্তার আলির সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড

muktar ali মুক্তার আলিস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ টেস্ট খেললেও ক্রিকেটে এখনও ঠিক অভিজাত পরিবারের সদস্য হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। তারপরও গর্ব করার মত অনেক বিশ্ব রেকর্ডই আছে বাংলাদেশি ক্রিকেটারদের। এশিয়া কাপের আগে এক ওভারে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়েছিলেন আল আমিন। এশিয়া কাপ ও বিশ্ব টি-টোয়েন্টি শেষে আজ গর্ব করার মত আরও একটা বিশ্বরেকর্ড গড়লেন রাজশহী বিভাগের মুক্তার আলি। প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি ১৬ ছক্কার বিশ্বরেকর্ড যৌথভাবে এখন তারও।

বিকেএসপিতে চট্টগ্রামের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনে ১৪৮ বলে ৮ বাউন্ডারি ১৬ ছক্কায় ১৬৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। রেকর্ডটা হয়েছে তাতেই। এর আগে প্রথম শ্রেনীর ক্রিকেটে এক ইনিংসে মুক্তারের মত ১৬ ছক্কা ছিল অ্যান্ড্রুসাইমন্ডস, জেসি রাইডার ও নেপিয়ারের।

ফরহাদ রেজার ২৫৯ ও মুক্তারের ১৬৮-তে ৯ উইকেটে ৬৭৫ রানে ইনিংস ঘোষণা করে রাজশাহী। জবাবে ২৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে চট্টগ্রাম। ১৬ ছক্কার বিশ্বরেকর্ড গড়া মুক্তার আলিই নিয়েছেন ৩ উইকেট। বিশ্ব টি-টোয়েন্টিতে ব্যর্থ তামিম ফিরেছেন মাত্র ১ রান করে।

জাতীয় লিগের অন্য ম্যাচে ঢাকা মেট্রোর ১৭২ রানের জবাবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭৯ ওভারে ২০৭ রানে ৯ উইকেট হারিয়েছে খুলনা। বরিশালের ৩২৩ রানের জবাবে তাইবুরের সেঞ্চুরিতে ৬৬ ওভারে ২ উইকেটে ২৩৫ করেছে ঢাকা বিভাগ। ফতুল্লায় নাইমের ১৪৪ ও তানভিরের ১১১-তে ৩৯১ রানে অলআউট হয়েছিল রংপুর। জবাবে ১৪ ওভারে ২ উইকেটে ৫৪ রান তুলেছে সিলেট।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ